মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার পৌরসভা নির্বাচনে শোডাউন, মিছিল, মিটিং, পথসভা, জনসংযোগ, মোটর সাইকেল শোভাযাত্রা সহ সকল প্রকার নির্বাচনী প্রচারণা আগামী ২৫ মে পর্যন্ত বন্ধ রাখতে কক্সবাজার পৌরসভা নির্বাচনে নাগরিক কমিটি মনোনীত মেয়র পদপ্রার্থী মাসেদুল হক রাশেদ-কে চুড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার ১৯ মে কক্সবাজার পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার এস. এম শাহাদাত হোসেন এ নোটিশ প্রদান করেন।
নোটিশে রিটার্নিং অফিসার বলেন, পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালা ২০১৫ (৫) বিধি অনুযায়ী নির্বাচনে ভোট গ্রহণের ৩ সপ্তাহ আগে পর্যন্ত অর্থাৎ কক্সবাজার পৌরসভা নির্বাচনের ক্ষেত্রে ২৬ মে'র আগে কোন নির্বাচনী প্রচারণা চালানো যাবেনা। এ বিষয়ে সকল প্রকার নির্বাচনী প্রচারণা বন্ধ রাখতে গত ২ মে মেয়র প্রার্থী মাসেদুল হক রাশেদকে অনুরোধ জানিয়ে পত্র দেওয়া হয়েছিলো। তারপরও মাসেদুল হক রাশেদ ও তার লোকজন আচরণ বিধি লংঘন করে জনসংযোগ, শোডাউন সহ বিভিন্ন কর্মসূচী পালন করছেন। যা স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে রিটার্নিং অফিসার এর দৃষ্টি গোছর হয়েছে।
এ অবস্থায় আগামী ২৬ মে'র আগে সকল প্রকার নির্বাচনী প্রচারণা বন্ধ রাখার জন্য মেয়র প্রার্থী মাসেদুল হক রাশেদকে চুড়ান্ত নোটিশ প্রদান করা হয়।
এদিকে, আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার স্বার্থে আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন করার জন্য কক্সবাজার জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এস. এম শাহাদাত হোসেন নির্বাচনে অংশ নেওয়া সকল প্রার্থীর প্রতি অনুরোধ জানিয়েছেন।