আমিনুল কবির :
আগামী ২৮ নভেম্বর কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলরের উপ নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কাজী মোস্তাক আহমেদ শামীম।
তিনি দিন-রাত ছুটে যাচ্ছেন ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লার ভোটারদের দ্বারে দ্বারে। ভোট চাইছেন ‘পাঞ্জাবী’ মার্কায়।
সোমবার (১৫ নভেম্বর) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত সৈকত পাড়া ও হোটেল মোটেল জোন এলাকায় কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে বিশাল গণসংযোগ করেন। পাচ্ছেন ব্যাপক জনসমর্থনও।
তিনি জানান,আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি।আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের প্রতিও আমার দোয়া ও ভালোবাসা রইল। আগামী ২৮ নভেম্বর আমার ও আপনাদের ‘পাঞ্জাবী’ মার্কায় ভোট দিয়ে আপনাদের পাশে থেকে
ওয়ার্ডের উন্নয়ন ও সেবা করার সুযোগ দিন।
সমর্থকরা জানান, এই ওয়ার্ড থেকে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে প্রচার-প্রচারণায় এগিয়ে আছেন কাজী মোস্তাক আহমেদ শামীম ভাই।