নিজস্ব প্রতিবেদক:
ঈদগাঁওতে দেয়াল ধসে পড়ে নুরুল হুদা (৪৪) ওরফে পুতু নামের এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ মে) সন্ধ্যায় উপজেলার ঈদগাঁও বাজারের দক্ষিণ পাশে ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবির।

নিহত নুরুল হুদা উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ওয়াহেদর পাড়া এলাকার আসাদ আলীর ছেলে। আহত ব্যক্তির নাম জানা না গেলেও তার বাড়ি নাইক্ষ্যংছড়ির বাইশারী বলে জানা যায়।

ওসি মো. গোলাম কবির বলেন, ‘নির্মাণাধীন একটি ভবনের সীমানা প্রাচীরের ঝুঁকি পূর্ণ দেয়াল ছিল৷ ঘটনাস্থলের পাশে একটি সরু পথ দিয়ে হেঁটে যাচ্ছিল নুরুল হুদা ও অজ্ঞাত ব্যক্তি। এ সময় কনক্রিটের চাপায় হঠাৎ দেয়ালটি ভেঙে পড়ে তাদের গায়ে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অপরজন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি জানান, মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। পরিবারের অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।