মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
দলীয় সিদ্ধান্ত অমান্য করে আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে অংশ নেওয়ায় কক্সবাজারে বিএনপি ও অংগ সংগঠনের ১২ নেতাকে কেন্দ্র থেকে শোকজ করা হয়েছে।
শোকজ করা নেতাদের আগামী ২৪ ঘন্টার মধ্যে কেন্দ্রে শোকজ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
শোকজ করা নেতারা হলেন-আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ-(ওয়ার্ড নম্বর-৭)। নাছিমা আকতার বকুল-(সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১০,১১,১২), আমিনুল ইসলাম মুকুল (ওয়ার্ড নম্বর-৩), এস.আই এম আকতার কামাল আজাদ (ওয়ার্ড নম্বর-১), এম. জাফর আলম হেলালী (ওয়ার্ড নম্বর-২), ওমর সিদ্দিক লালু (ওয়ার্ড নম্বর-৬), জাহেদা আক্তার সংরক্ষিত মহিলা ওয়ার্ড ৭,৮,৯), শাহাব উদ্দিন শাহেদ (ওয়ার্ড নম্বর-২), সাইফুল ইসলাম মিটন, (ওয়ার্ড নম্বর-১১), ওসমান সরওয়ার টিপু (ওয়ার্ড নম্বর-৭), আবছার কামাল (ওয়ার্ড নম্বর-১০) এবং আবদুল্লাহ আল মামুন রিয়াদ (ওয়ার্ড নম্বর-৪)।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।