সংবাদদাতা
প্রতিবারের মত এবারো কক্সবাজারে অনুষ্ঠিত হলো এআইটি “English and Career talk” শীর্ষক সেমিনার।
রবিবার (২১ মে) অনুষ্ঠিত সেমিনারে ইংরেজি, কম্পিউটারসহ কারিগরি কমপক্ষে একটি ট্রেডের উপর দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা বিষয়ে বক্তব্য দেন সাইফুর’স এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী (সিইও) সাইফুর রহমান খান।
শহরের আলীর জাহাঁলস্থ সাইমা ওশান সিটি এআইটি'র হেড অফিসে সেমিনারে কক্সবাজারের বিভিন্ন বয়সের ৩০০ শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
অভিভাবক ও বিভিন্ন নামকরা স্কুল কলেজের শিক্ষক মণ্ডলী উপস্থিত ছিলেন।
এআইটি ২০১২ সাল থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কক্সবাজার জেলা ব্যাপী বিভিন্ন ট্রেডের উপর ১২,০০০ হাজারেরও অধিক যুবদের প্রশিক্ষণ প্রদান করে আসছে। বর্তমানের সরকারী, দেশী এবং বিদেশী এনজিও সংস্থার অধীনে কক্সবাজার এবং এর পার্শ্ববর্তী উপজেলার যুবদের সুনামের সাথে প্রশিক্ষণ প্রদান করে হাজারো বেকারের কর্মসংস্থান সৃষ্টি করে যাচ্ছে।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাজমুল করিম ফারুক এক প্রশ্নের উত্তরে বলেন, কক্সবাজার জেলায় সৃষ্টি হতে যাওয়া প্রায় ১০লক্ষ মানুষের কর্মসংস্থান সুযোগ গ্রহণে বিভিন্ন ট্রেডের উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।