সিবিএন ডেস্ক:
ইরানের দ্বিতীয় বৃহত্তম প্রদেশ সিস্তান-বেলুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে ৬ ইরানি সীমান্তরক্ষী নিহত হয়েছেন। সাম্প্রতিক মাসগুলোর মধ্যে এই প্রদেশের সবচেয়ে প্রাণঘাতী হামলা এটি।
রোববার ইরান-পাকিস্তানের সীমান্তবর্তী এলাকা সারাভানে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, সীমান্ত দিয়ে সশস্ত্র গোষ্ঠীর কয়েকজন সদস্য ইরানে অনুপ্রবেশ করতে চেয়েছিল। এসময় বাধা দিলে ইরানি সীমান্তরক্ষীদের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে।
এক প্রতিবেদনে আরব নিউজ জানিয়েছে, এ ঘটনায় ৬ ইরানি সীমান্তরক্ষী নিহত হয়েছেন। সংঘর্ষের পর সীমান্ত পেরিয়ে পালিয়ে যায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা।
এর আগে গত ১১ মার্চ একই এলাকায় অপরাধীদের সঙ্গে সংঘর্ষের সময় দুই পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছিল।
প্রসঙ্গত, ইরানের দারিদ্র-পীড়িত প্রদেশগুলোর মধ্যে একটি সিস্তান-বেলুচিস্তান। যার সঙ্গে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত রয়েছে। মাদক চোরাচালান ও সংখ্যালঘু, চরমপন্থী গোষ্ঠী, বিদ্রোহী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে কয়েকদিন পর পর সংঘর্ষের ঘটনায় অঞ্চলটি প্রায় সারাবছরই অশান্ত থাকে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।