মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আল জোবায়ের চৌধুরী (মানিক) এর মনোনয়নপত্র আপীল আদালতেও বৈধ হয়নি। তাঁর মনোনয়নপত্র রিটার্নিং অফিসার কর্তৃক বাতিলের সিদ্ধান্ত আপীল কর্তৃপক্ষও বহাল রেখেছেন।

কক্সবাজারের জেলা প্রশাসক ও আপীল কর্তৃপক্ষ মোহম্মদ শাহীন ইমরান সোমবার ২২ মে শুনানি শেষে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে মোহাম্মদ আল জোবায়ের চৌধুরী (মানিক) এর দায়ের করা আপীল আবেদনটি খারিজ করে দেন।

গত ১৮ মে রিটার্নিং অফিসার এস. এম শাহাদাত হোসেন বাছাইয়ের সময় ব্যাংক ঋনের জামিনদার হিসাবে ঋন খেলাপী হওয়ায় মেয়র পদে মনোনয়নপত্র দাখিলকারী মোহাম্মদ আল জোবায়ের চৌধুরী (মানিক) এর মনোনয়নপত্রটি অবৈধ ঘোষনা করেন। রিটার্নিং অফিসারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে মোহাম্মদ আল জোবায়ের চৌধুরী (মানিক) আপীল করেছিলেন।

মোহাম্মদ আল জোবায়ের চৌধুরী (মানিক) এর পক্ষে আপীল শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আকতার উদ্দিন হেলালী। এদিকে, মোহাম্মদ আল জোবায়ের চৌধুরী (মানিক) আপীল কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতের শরণাপন্ন হবেন বলে জানিয়েছেন।

মোহাম্মদ আল জোবায়ের চৌধুরী (মানিক) এর মনোনয়নপত্র আপীল কর্তৃপক্ষের কাছেও বৈধ না হওয়ায় কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে আপাতত মোট ৬ জন প্রার্থী থাকলো। তাঁরা হলেন-মাসেদুল হক রাশেদ (স্বতন্ত্র), জোসনা হক (স্বতন্ত্র), মো: মাহবুবুর রহমান চৌধুরী (আওয়ামী লীগ) জগদীশ বড়ুয়া (স্বতন্ত্র), সরওয়ার কামাল (স্বতন্ত্র) এবং মোঃ জাহেদুর রহমান (ইসলামী আন্দোলন)।

কক্সবাজার পৌরসভা নির্বাচনে আগামী ২৫ মে বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ও চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ২৬ মে শুক্রবার প্রতীক বরাদ্দ এবং ১২ জুন সোমবার ইভিএম পদ্ধতিতে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। কক্সবাজার পৌরসভায় মোট ৯৫ হাজার ৩৮৬ জন ভোটার রয়েছে।