সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের জরুরি সভা আহবান করা হয়েছে। শুক্রবার (২৬ মে) সন্ধ্যা ৭টায় শহরের লালদিঘীর পাড়স্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরীর নৌকা প্রতীকের পক্ষে প্রচারণাসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ের আলোকে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ এ সভা আহবান করা হয়েছে।
সভায় কক্সবাজার জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতীলীগ, মৎস্যজীবী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ওলামা লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।