সংবাদ বিজ্ঞপ্তি:
মহেশখালী-কুতুবদিয়া নির্বাচনী এলাকার (কক্সবাজার-২) সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেছেন, মহিষখালীর কৃতি সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী মহিষখালীর ইতিহাস রচনা করে একটি ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন। তিনি সমগ্র মহিষখালীবাসীকে দায়মুক্ত করেছেন। মহেশখালীর ইতিহাসে এই প্রথম একটি পূর্ণাঙ্গ ইতিহাস রচিত হলো। এর আগে বিচ্ছিন্নভাবে মহেশখালীর ইতিহাস নিয়ে কিছু প্রবন্ধ লিখা হলেও ড. মুহিবউল্যাহ ছিদ্দিকী আমাদেরকে একটি পূর্ণাঙ্গ ইতিহাস রচনা উপহার দিয়েছেন। এজন্য তিনি আমাদের কাছে এবং ভবিষ্যত প্রজন্মের কাছে নমস্য। সমগ্র মহেশখালীবাসীকে তিনি কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করেছেন।
তিনি ২৬ মে বিকালে কক্সবাজার প্রেসক্লাবে মহিষখালীর ইতিহাস গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি বলেন, মহিষখালীর অনেক গুণগত পরিবর্তন হয়েছে। বাংলাদেশের মাননীয় প্রধান মন্ত্রীর সুদৃষ্টির কারণে মহিষখালী আজ এক অনন্য উচ্চতায় উঠে গেছে। পূর্বে মহিষখালীর মানুষ ভাগ্য অেেন্বষণে বিদেশে যেতো। কিন্ত সময়ের পরিবর্তন হয়েছে। এখন বিদেশের মানুষ মহিষখালীতে এসে তাদের শ্রম দিয়ে তাদের ভাগ্যের পরিবর্তন করছে। অদূর ভবিষ্যতে মহিশখালীর আরো কি পরিমাণ পরিবর্তন তা এখনও বোধগম্য হচ্ছে না। এই পরিবর্তনের জন্য ভাবষ্যত প্রজন্মকে মহিশখালীর পূর্বেকার ইতিহাস জানা দরকার।
অনুষ্ঠানে গ্রন্থকার ইতিহাসবিদ প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী বকত্ব পেশ করেন।
কক্সবাজার সাহিত্য একাডেমির সভাপতি মুহম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন বিশিষ্ট লেখক-কলামিস্ট কক্সবাজার জেলা আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর, লোহাগাড়া উপজেলার আমিরাবাদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল হক, লোহাগাড়া উপজেলার আমিরাবাদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ কক্সবাজার ইতিহাস গবেষণা পরিষদের সভাপতি অধ্যাপক মোহাম্মদ হেছামুল হক ও কক্সবাজার জেলা শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিন। গ্রন্থের উপর আলোচনা করেন মহেশখালীর কৃতিসন্তান সিনিয়র সহকারী সচিব সরওয়ার কামাল, কক্সবাজার আইন কলেজের অধ্যক্ষ এডভোকেট মোহাম্মদ বাকের, গবেষক নুরুল আজিজ চৌধুরী, মহেশখালী ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক জসিম উদ্দিন, একাডেমির সহকারী সাধারণ সম্পাদক কবি সোহেল ইকবাল, প্রকৌশলী বদিউল আলম, এডভোকেট এসএম ইবরাহীম খলিল, অধ্যাপক বেলাল হোসাইন প্রমুখ।
কক্সবাজার সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক কবি রুহুল কাদের বাবুল অনুষ্ঠান সঞ্চলনা করেন।
বইটি প্রকাশ করেছে কক্সবাজারের একমাত্র প্রকাশনা প্রতিষ্ঠান কক্সবাজার সাহিত্য একাডেমি।
কক্সবাজার ইতিহাস গবেষণা পরিষদের ব্যবস্থাপনায় কক্সবাজার সাহিত্য একাডেমি প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করেছে।