মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)’র মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প এক্সটেনশন-৪ পরিদর্শন করেছেন। সোমবার ২৯ মে সকাল সাড়ে ১০ টায় পরিদর্শনের সময় আরআরআরসি অফিসের কর্মকর্তা, কক্সবাজার জেলা প্রশাসনের কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, ইউএনএইচসিআর-এর কর্মকর্তা ইখতেকার উদ্দিন বায়েজিদ, ক্যাম্প ইনচার্জ সহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।
এরপর ওআইসি’র মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা সকাল ১১ টার দিকে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে BRAC এর ইয়ুথ সেন্টার, সকাল সাড়ে ১১ টার দিকে ট্রি প্ল্যানটেশেন ও গার্ডেন, দুপুর ১২ টার দিকে রোহিঙ্গা শরনার্থী নেতৃবৃন্দের সাথে মতবিনিময়, সাড়ে ১২ টার দিকে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প এক্সটেনশন-৫ এ লার্নিং সেন্টার পরিদর্শন করেন।