কামাল শিশির, রামু :
কক্সবাজারের রামু উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুর ১২ টায় প্রায় ৩ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে এলজিইডি কক্সবাজারের বাস্তবায়নে নাম ফলক উন্মোচন ও বেলুন উড়িয়ে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
কমপ্লেক্স ভবন উদ্বোধনী অনুষ্ঠান ও মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন,১৯৭৫ সালে ১৫ আগষ্ট জাতির জনককে স্ব পরিবারে হত্যা করা হয়েছিল।
বঙ্গবন্ধুকে হত্যা করে খুনিরা এ দেশকে পাকিস্তান ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল।খুনিদের পুর্নবাসিত করেছিল জিয়া সরকার।
২৯ বছর জিয়া,এরশাদ ও খালেদা জিয়া সরকার ক্ষমতায় ছিলেন। এসময়ে তারা কি করেছে দেশের জন্য, কক্সবাজারের জন্য।
আর বঙ্গবন্ধু,তার রক্তের উত্তরসুরী শেখ হাসিনা ২৩ বছরে কতটুকু উন্নয়ন করেছে তা দেখলেই বুঝা যায়। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা
চেতনা ধরে রেখে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে হবে, মুক্তিযোদ্ধারা যে কারণে দেশ স্বাধীন করেছে,সে লক্ষ্য উদ্দেশ্য ধরে রাখতে হবে।
তিনি বলেন,বঙ্গবন্ধুর মতই তার কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন নিবেদিত হিসেবে কাজ করছেন। তার ফলেই দেশ আজ উন্নত এবং কক্সবাজারও এখন আগের তুলনায় অনেক উন্নত ও সুখী। মুক্তিযোদ্ধাদের কবর সংরক্ষণ,রাস্তাঘাট মুক্তিযোদ্ধাদের নামে নাম করণ হচ্ছে, উপজেলা ভিত্তিক মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এরই মধ্যে বিভিন্ন বিশেষায়িত হাসপাতাল এবং জেলা-উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। একজন মুক্তিযোদ্ধাও যাতে বিনা চিকিৎসায় মারা না যায়, সেই ব্যবস্থা রাষ্ট্র ও সরকার নিয়েছে। মুক্তিযোদ্ধারা যাতে সম্মান নিয়ে বাঁচতে পারে সে ব্যবস্থা সরকার নিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষন কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে
বক্তব্য রাখেন, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি,রামু উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল,রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা স্বর্ণা,
বক্তব্য রাখেন,মুক্তিযোদ্ধা নুরুল আবছার,মুক্তিযোদ্ধা নুরুল হক,মুক্তিযোদ্ধা সিরাজুল হক রেজা,মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী ও মুক্তিযোদ্ধা আবু আহম্মদ।
এসময় ইউপি চেয়ারম্যানগণ,উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সুধীসমাজ উপস্থিত ছিলেন।
এরপর রামু উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত আলোচনা সভার পূর্ব মুহূর্তে মুক্তিযুদ্ধ মন্ত্রীকে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল,উপজেলা আওয়ামী লীগ,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান ফুলেল শুভেচ্ছা জানান।