নিজস্ব প্রতিবেদক:
লোহাগাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সাঙ্গু-দৈনিক মানবকণ্ঠ পত্রিকার প্রতিনিধি জাহেদুল ইসলামের উপর সন্ত্রাসী হামলা এবং ক্যামেরা ছিনতাইয়ের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১ জনু) দুপুর সাড়ে ১২টার সময় তথ্য সংগ্রহ কালে লোহাগাড়ার চরম্বা পূর্ব রাজঘাটা ফকির খিল (ফরেস্ট অফিস সংলগ্ন) সড়কে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্তরা হলেন- লোহাগাড়ার চরম্বা পূর্ব রাজঘাটা ফকির খিল(ফরেস্ট অফিস সংলগ্ন) নুরুল আলম, তার ছেলে মো. হাসান প্রকাশ হাসান বৈদ্য, স্ত্রী সাজু আক্তার, কালু ভিলেজারের ছেলে রেজাউল ও বাবুলসহ ১৫/২০ জনের এটি সন্ত্রাসী দল।
আহত সাংবাদিক জাহেদ বলেন, চরম্বা রাজঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তথ্য সংগ্রহ শেষে ফেরার পথে পথ আটকিয়ে এক নারীসহ ২০/২৫ জনে লোক লাঠিসোটা নিয়ে আমার উপর হামলা করে। এতে মোটরসাইকেল থেকে ছিঁটকে পড়ি। সেখানেও আমার অণ্ডকোষ চেপে ধরেন ২ জনে। অজ্ঞান হয়ে পড়লে এক পর্যায়ে তারা মারা গেছি মনে করে বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখে। হুশ ফিরলে দেখি স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করেন। চিকিৎসা গ্রহণ করে থানায় অভিযোগ দায়ের করি। তারা আমাকে হত্যার উদ্দ্যোশে আমার উপর হামলা করেছে।
সাংবাদিক জাহেদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় বিভিন্ন সাংবাদিক সংগঠন,রাজনীতি সংগঠন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার নিন্দার ঝড় উঠেছে।আসামিদের দ্রুত গ্রেফতার করে কঠিন শাস্তির জোর দাবী জানান সচেতনমহল।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, সাংবাদিক জাহেদকে মারধরের বিষয়ে থানায় অভিযোগ পাওয়া গেছে। পুলিশ অপরাধীদের ধরতে মাঠে নেমেছে।দ্রুত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।