সিবিএন : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪২তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে বিএনপি কক্সবাজার জেলা শাখা ও জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে বইমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
এ উপলক্ষে ১জুন কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরী।
এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, কক্সবাজার জেলা বিএনপির সি: সহ সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী , সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, কক্সবাজার পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী, কেন্দ্রীয় জিয়া স্মৃতি পাঠাগার সহ-সভাপতি সাইদুর রহমান মিন্টু, কেন্দ্রীয় জিয়া স্মৃতি পাঠাগার সদস্য হাসান আল আরিফ, ফিরোজ আলম , ইমরান খোন্দকার, জেলা বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক এম মোক্তার আহমদ , জেলা যুবদল সভাপতি ছৈয়দ আহমদ উজ্জল, মোহাম্মদ আবদুল্লাহ , আজিজুর রহমান, জেলা ছাত্রদল সভাপতি শাহাদাত হোসেন রিপনসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।