মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
চট্টগ্রামের হাটহাজারী জামিয়া আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসার (হাটহাজারী বড় মাদ্রাসা) মুহতামিম আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া ১৯৪৭ সালের ১৫ জুন জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা থেকে দাওরা হাদিস পর্যন্ত লেখাপড়া করেছেন হাটহাজারী জামিয়া আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসায়। ১৯৭৩ সালে তিনি দাওরায়ে হাদীস সম্পন্ন করেন।লেখাপড়ার প্রতিটি পর্যায়ে কৃতিত্ব ও অসাধারণ মেধার স্বাক্ষর রাখেন দ্বীনের এ মনিষী।
লেখাপড়াকালীন আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া যেসব ওস্তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন-মুফতী আজম ফয়জুল্লাহ (রহ.) শায়খুল হাদীস আল্লামা আবদুল আজীজ (রহ.), আল্লামা আবদুল কাইয়ুম (রহ.) মুফতী আহমদুল্লাহ (রহ.) মাওলানা হামেদ (রহ.), আল্লামা নাদেরুজ্জামান (রহ.), মাওলানা ইব্রাহীম আলমপুরী (রহ.), শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ.) প্রমুখ।
বর্নাঢ্য কর্মজীবনের অধিকারী আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া ১৯৭৩ সালে শিক্ষাজীবন শেষ করে হাটহাজারী উপজেলার গড়দুয়ারা মাদরাসায় শিক্ষকতার মাধ্যমে তিনি তাঁর শিক্ষকতা জীবন শুরু করেন। গড়দুয়ারা মাদরাসায় তিনি প্রায় ১০ বছর সুনামের সাথে শিক্ষকতা করেন।
এরপর তিনি মাদার্শা মাদরাসায় শিক্ষকতা করেন ৩ বছর। চট্টগ্রামের ইছাপুর ফয়জিয়া তাজবিদুল কুরআন মাদরাসায় শিক্ষকতা করেন ৬ বছর। ১৯৯১ সালে আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া হাটহাজারী মাদরাসায় সিনিয়র শিক্ষক হিসাবে যোগ দেন।
২০২০ সালের ২০ সেপ্টেম্বর হাটহাজারী মাদরাসায় অনুষ্ঠিত মাদ্রাসার সর্বোচ্চ ফোরাম মজলিসে শূরার সভায় আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া-কে ৩ সদস্য বিশিষ্ট মাদরাসা পরিচালনা কমিটির (মজলিসে ইদারি) গুরুত্বপূর্ণ সদস্য নির্বাচিত করা হয়। ২০২১ সালের ৮ সেপ্টেম্বর মজলিসে শুরা সর্বসম্মতিক্রমে আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া-কে দেশের সর্ববৃহৎ কাওমী মাদ্রাসা হাটহাজারী মাদরাসার মহাপরিচালক (মুহতামিম) হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তখন থেকে আমৃত্যু তিনি মাদ্রাসার মহাপরিচালক (মুহতামিম) হিসেবে দায়িত্ব পালন করেন।
আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী (রহ.) এর খলীফা, বাংলাদেশ নুরানী তালীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম এর চেয়ারম্যান, আন্তর্জাতিক ইসলামী সম্মেলন সংস্থার সভাপতি, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ এর সভাপতি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সহ সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর ছিলেন।
আধ্যাত্মিক ও দ্বীনি একাডেমিক শিক্ষার মানদন্ডে উত্তীর্ণ ইসলামের মনিষী আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া (রহ.) লিভার ক্যান্সারসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন থাকাবস্থায় শনিবার ৩ জুন রাত ১টা ২০ মিনিটের দিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি--রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। সর্বজন শ্রদ্ধেয় এ আলেমের ইন্তেকালের খবরে আলেম সমাজ ও সারাদেশের মাদ্রাসা গুলোতে শোকের ছায়া নেমে আসে।
শনিবার ৩ জুন মাগরিবের নামাজের পর হাটহাজারী মাদ্রাসা মাঠে মরহুম আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া এর নামাজে জানাজা শেষে তাঁকে মাদ্রাসা কবরস্থানে দাফন করা হবে বলে মাদ্রাসা সুত্রে জানা গেছে।