শেফাইল উদ্দিন :
কক্সবাজারের ঈদগাহ্ রশিদ আহমদ কলেজ ছাত্রলীগ নেতা সজিবুর রহমানকে হামলা ও ছিনতাই করে সর্বস্ব ছিনিয়ে নেয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীদের আঘাতে বাম চোখে জখম হয়েছে।এ ঘটনায় চকরিয়া থানায় এজাহার দায়ের করা হয়েছে।
এজাহারে জানা যায়,২ই জুন বিকাল ৪ টায় সজীবুর রহমান নয়ন চকরিয়া উপজেলার ডুলাহাজারা পাগলীর বিল ভিলেজার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তা দিয়ে টমটম নিয়ে বাড়ি ফেরার পথে স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনী গতিরোধ করে অস্ত্র ধরে জিম্মি করে তার কাছে থাকা ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং প্রতিরোধ করতে চাইলে তাকে মারধর করে। এ সময় তার বাম চোখে গুরুতর জখম হয়। বর্তমানে তার চোখের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় ছাত্রলীগ নেতা সজীবুর রহমান বাদী হয়ে চকরিয়া থানায় এজাহার দায়ের করেছে। এজাহারে ডুলাহাজরার শাকিল ,আরমান সহ অজ্ঞাত নামা ২/৩ জনকে আসামী করা হয়েছে।
আহত ছাত্রলীগ নেতা সজীবুর রহমানের সাথে কথা হলে জানান, প্রজেক্টের টাকা নিয়ে ফেরার পথে ডাকাত দল তাকে মারধর করে সর্বস্ব লুট করে নিয়ে যায়। চোখের অবস্থা খুবই খারাপ।ডুলাহাজরা নুতন পাড়া এলাকার যুবদলের আরমান ও চৌমুহনী এলাকার শাকিলের নেতৃত্বে এ ঘটনা। মামলার তদন্তকারী কর্মকর্তা চকরিয়া থানার এসআই সাজু জানান, ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা হয়েছে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এলাকাবাসী ছিনতাইকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য, সজীবুর রহমান নয়ন চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সাতঘর পাড়া এলাকার মৃত মুজিবুর রহমানের ছেলে এবং ঈদগাঁও রশিদ আহমদ কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।