মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুবউল আলম হানিফ এমপি ২ দিনের সফরে সোমবার ৫ জুন সকালে কক্সবাজার এসেছেন।
তিনি সোমবার সকালে বিমানযোগে কক্সবাজার পৌঁছালে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, অ্যাডভোকেট রনজিত দাশ, অ্যাডভোকেট আব্বাস উদ্দীন, নাজনীন সরওয়ার কাবেরী, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো: রহিম উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল করিম মাদু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, অ্যাডভোকেট তাপস রক্ষিত প্রমুখ তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।
মোঃ মাহবুবউল আলম হানিফ সোমবার কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তির আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন।
পরদিন মঙ্গলবার ৬ জুন দুপুর ১২ টা ১৫ মিনিটে মোঃ মাহবুবউল আলম হানিফ বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে জানা গেছে।
কক্সবাজার পৌরসভা নির্বাচনের মাত্র ৬ দিন আগে মোঃ মাহবুবউল আলম হানিফ এর এ সফরকে খুবই গুরুত্বপূর্ণ মনে করছেন বিশ্লেষকেরা।