নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন কক্সবাজার পৌর নির্বাচনে নৌকার পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছে জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। তারা ঘরে ঘরে গিয়ে ভোট ভিক্ষা চেয়েছে।
জেলা কমিটির আহবায়ক মোঃ রহিম উদ্দিন, সদস্য সচিব এডভোকেট একরামুল হুদার নেতৃত্বে শহরের প্রতিটি ওয়ার্ড, মহল্লার বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা, গণসংযোগ চালানো হয়। খন্ড খন্ড মিছিলও করেছে স্বেচ্ছাসেবক লীগ নেতারা। তাদের এই প্রচারণা স্থানীয় ভোটারসহ সর্বশ্রেণীর মানুষের মাঝে আকর্ষণ সৃষ্টি করে।
এ সময় জেলা নেতা এডভোকেট রিয়াজ উদ্দিন আহমদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম সরওয়ার আলম চৌধুরী, জেলা নেতা রুস্তম আলী চৌধুরী, মোর্শেদ হোসেন তানিম, ফাহাদ আলি ফাহাদ, আব্দুল মজিদ ফয়সাল, হাসান ইকবাল রিপনসহ বিভিন্ন স্তর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব এডভোকেট একরামুল হুদা বলেন, দেশের সর্বোচ্চ মেগা প্রকল্পসমূহ কক্সবাজারের বাস্তবায়ন হচ্ছে। দেশি বেশি পর্যটকের আগমন ঘটে এখানে। আন্তর্জাতিক সবমহলের আকর্ষণ কক্সবাজারকেন্দ্রিক।
তিনি বলেন, কক্সবাজারের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর আলাদা দৃষ্টি রয়েছে। উন্নয়নের স্বার্থে কক্সবাজার পৌরসভায় নৌকার প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরীকে বিজয় করতে হবে।