রামু প্রতিনিধি:
রামু উপজেলার দূর্গম পাহাড়ী জনপদ ডাকভাঙ্গা ও মৈষকুম গ্রামে বেসরকারি সেবামূলক সংস্থা ‘ডাকভাঙ্গা বাংলাদেশ’ শিক্ষা প্রকল্পের উদ্যোগে পরিচালিত মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয় ও ডাকভাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ৮ জুন থেকে ১০ জুন পর্যন্ত ডাকভাঙ্গা বাংলাদেশ মৈষকুম এরিয়া অফিসে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
শনিবার, ১০ জুন প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ‘ডাকভাঙ্গা বাংলাদেশ’ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. জুয়েল তালুকদার, রামু উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক মোজাফ্ফর আহমদ ও সরওয়ার আলম, ‘ডাকভাঙ্গা বাংলাদেশ’ এর প্রশাসনিক কর্মকর্তা গোলাম রব্বানী খান, ডাকভাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দাতা সদস্য হাবিব উল্লাহ সিকদার, মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি ও সাবেক ইউপি সদস্য আবদু শুক্কুর, সদস্য সুলতান আহমদ, মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, ডাকভাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরেফা আক্তার প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন- শিক্ষকরা মানুষ গড়ার শ্রেষ্ঠ কারিগর। প্রতিটি শিশুকে নিজ সন্তানের মতো ¯েœহ-মমতা দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করার মহান দায়িত্ব পালনে শিক্ষকদের আন্তরিক হতে হবে। এজন্য শিক্ষকদের পাঠদানে অধিক দক্ষতা অর্জন করতে হবে।
মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয় ও ডাকভাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ জন শিক্ষক এবং ডাকভাঙ্গা বাংলাদেশ এর ২ জন কর্মকর্তা এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। বৃহষ্পতিবার, ৮ জুন এ প্রশিক্ষণের উদ্বোধন করেন- ‘ডাকভাঙ্গা বাংলাদেশ’ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. জুয়েল তালুকদার।