আব্দুস সালাম,টেকনাফ :
কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে বসত-বাড়িতে ঢুকে এবার এক রোহিঙ্গা নেতা (মাঝি) কে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। অপহরণের পর তার পরিবারে কাছ থেকে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছে তারা।
বুধবার (১৪ জুন) গভীর রাতে টেকনাফের রেজিষ্ট্রার্ড ক্যাম্পে এইচ ব্লকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ২৬ নম্বর ক্যাম্পের মাঝি বজলুল ইসলাম ।
অপহৃত মো. সেলিম (৫৫) টেকনাফের নয়াপাড়া রেজিষ্ট্রার্ড ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা ও মাঝি।
টেকনাফ ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝি বজলুল ইসলাম অপহৃত ভিকটিমের পরিবারের বরাত দিয়ে জানান, বুধবার রাতে রোহিঙ্গা নেতা মো. সেলিমের বাড়িতে ১০-১৫ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রহার করে বসত-বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে অপহৃত ভিকটিমের পরিবারের কাছে সন্ত্রাসীরা মুক্তিপণ হিসেবে ২০ লক্ষ টাকা দাবি করেছে। টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলে হুমকিও দিয়ে আসছে তারা।
টেকনাফ নয়াপাড়া রেজিষ্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্পের এপিবিএন কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) মো. মাঈন উদ্দিন জানান, সেলিম নামে এক মাঝিকে অপহরণের খবর পেয়ে তাকে উদ্ধারে প্রচেষ্টা চলছে। অপহৃতকে উদ্ধারের জন্য পুলিশের একাধিক টিম ক্যাম্পসহ আশপাশের পাহাড়ে অভিযান চালাচ্ছে বলে দাবি করেন তিনি।