আব্দুস সালাম,টেকনাফ :
কক্সবাজারের টেকনাফে অপহরণের দু'দিন পর ৪ লক্ষ টাকা মুক্তিপণে ফিরে এসেছেন অপহৃত রোহিঙ্গা নেতা মো. সেলিম। শুক্রবার (১৬ জুন) সন্ধ্যায় টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের মৌচনী এলাকার পাহাড়ের পাদদেশে তাকে ছেড়ে দিয়ে যায় সন্ত্রাসীরা। সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসে স্বজনরা। ক্যাম্পের মাঝি বজলুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
অপহৃত মোহাম্মদ সেলিম (৫৫) টেকনাফ হ্নীলা ইউনিয়নের মুচনী ২৬ নম্বর ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা।
জানা যায়, দুইদিন আগে অস্ত্রের মুখে জিম্মি করা হয়েছিল রোহিঙ্গা নেতা মো. সেলিম (৫৫) কে। পরে সেলিমের পরিবারের কাছে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনার পর থেকে ভুক্তভোগীর পরিবারকে অপহরণকারীরা বিভিন্ন হুমকি-ধমকি দিয়ে আসছিল। টাকা না পেলে তারা সেলিমকে হত্যা করা হবে হুমকি দেওয়া হয়েছিল।
টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৬ এপিবিএনের পুলিশ পরিদর্শক মো. জাহিদুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যায় মুচনী ক্যাম্পের পেছনে পাহাড়ের ভেতর থেকে রোহিঙ্গা নেতা সেলিমকে উদ্ধার করা হয়। তাকে উদ্ধারের পর চিকিৎসা দেওয়ার জন্য হাসাপাতালে নেওয়া হয়েছে। তবে টাকা দিয়ে মুক্তিপণের বিষয়টি জানেন না।
উল্লেখ্য, এর আগে বুধবার রাত ১০টার দিকে মো. সেলিমের বসত-বাড়িতে ঢুকে তাকে অপহরণ করেছিল অস্ত্রধারীরা। টেকনাফে ৭ মাসে ৮০ জনের বেশি অপহরণের শিকার হয়ে প্রত্যেকে মুক্তিপণের বিনিময়ে ছাড়া পায়। অপহরণের পর মুক্তিপণ দিতে না পারায় হত্যা করা হয়েছিল ৪ জনকে।