মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের সিকদারপাড়ার বিশিষ্ট সমাজকর্মী লিয়াকত নুর চৌধুরী (৭৩) আর নেই। শনিবার ১৭ জুন সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন থাকাবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

মরহুমের নিকটাত্মীয় কবি তাওহিদা আজিম বিষয়টি নিশ্চিত করেছেন।

লিয়াকত নুর চৌধুরী ছিলেন মরহুম মমতাজ উদ্দিন চৌধুরীর সন্তান এবং বৃহত্তর রশিদ নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম নুরুল আজিম চৌধুরীর জামাতা। তিনি এসএসসি ১৯৬৯ ব্যাচের একজন সদস্য। তিনি একসময় কক্সবাজার প্রেসক্লাবের পূর্ণাঙ্গ সদস্য ছিলেন। লিয়াকত নুর চৌধুরী মৃত্যুকালে স্ত্রী, ৪ কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে যান। প্রবীণ সমাজসেবক লিয়াকত নুর চৌধুরী’র মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।