সংবাদ বিজ্ঞপ্তি :
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে প্রচারণায় অংশ নিয়ে ব্যাপক সাড়া ফেলেছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান। রোববার বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত সিলেট শহরের বন্দর বাজার এলাকার সিটি সুপার মার্কেটসহ বিভিন্ন জায়গায় গণসংযোগকালে শত শত মানুষের ভালবাসায় সিক্ত হন কক্সবাজারের নগর পিতা।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনিত উন্নয়নের প্রতীক নৌকায় ভোট প্রার্থনা করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এদিকে রাতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, নৌকার মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীসহ সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলাদা গণসংযোগ করেন মেয়র মুজিবুর রহমান।
এর আগে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীও নৌকার নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করেন।