ইমাম খাইর, সিবিএনঃ
বঙ্গবন্ধু আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় চকরিয়ার ডুলাহাজারা ডিগ্রী কলেজকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে টিকিট নিশ্চিত করল কক্সবাজার সিটি কলেজ।
সোমবার (১৯জুন) সকালে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে দুই কলেজের ক্রীড়া মোদিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে খেলা অনুষ্ঠিত হয়েছে।
সকালে আকাশ মেঘাচ্ছন্ন ও গুড় গুড়ি বৃষ্টি হলেও তা উপেক্ষা করে মাঠে নামে দুই দলের খেলোয়াড়রা।
ঠিকই দর্শক গ্যালারি মাতিয়ে খেলা উপহার দেয় তারা।
তবে, খেলার কিছু দূর এগোতেই সিটি কলেজ একটি আত্মঘাতি গোল পায়।
এরপর ফ্রি কিকে আরেকটি গোল করেন ১০ নং জার্সিধারী খেলোয়াড় মোশারফ হোসেন। এতে করে সিটি কলেজের ফাইনাল নিশ্চিত হয়ে গেল।
ডুলহাজারা ডিগ্রী কলেজের পক্ষে একটি গোল করেছে ৯ নম্বর জার্সিধারী চিং গ্য মার্মা।
৩০ মিনিট করে মোট ৬০ মিনিটের খেলায় রেফারি ছিলেন শফিউল আলম।
লাইন ম্যানের দায়িত্ব পালন করেছেন শাহাদাত, জয়নাল ও হ্লা হ্লা খিং।