হ্যাপী করিম ,মহেশখালী:

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মহেশখালীতে মাধ্যমিক পর্যায়ের ৯ম ও দশম শ্রেণির ১ম, ২য় ও ৩য় রোল নম্বরধারীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ শে জুন) বিকাল ৩টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিস আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি শিক্ষার্থীর হাতে ট্যাবগুলো তুলে দেন।

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শরীফ বাদশা, মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী,

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা দিদারুল আলম’সহ প্রমুখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি বলেন, সরকার প্রধানের নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশ হয়ে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। আর এরই ধারাবাহিকতায় আজকে এ সব ট্যাব বিতরণ করা হলো।

এদিকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব ট্যাব পেয়ে দারুণ খুশি মেধাবী শিক্ষার্থী, তাদের অভিভাবক ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা। মাধ্যমিক পর্যায়ের ৯ম ও দশম শ্রেণির ১ম, ২য় ও ৩য় রোল নম্বরধারীদের মাঝে এসব ট্যাব বিতরণ করা হয়েছে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন বলেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এ উপহার শিক্ষার্থীদের সহায়ক ভূমিকা রাখবে বলে জানায়।

উপজেলা পরিসংখ্যান অফিসের তথ্য মতে, মহেশখালী ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৪৩টি বিদ্যালয় ও মাদ্রাসার ৪৯২ জন মেধাবী ছাত্রছাত্রী হতে ৫২ জন শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ হয়েছে। পর্যায়ক্রমে এ সব ট্যাব তুলে দেয়া হবে বলে জানান।