নুরুল আলম সাঈদ,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সীমান্তে অভিযান চালিয়ে ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে।রোববার (২৫ জুন) দুপুর ২ টার সময় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)’র অধীনস্থ ভালুখাইয়া বিওপির নিয়মিত টহল দল বিওপি থেকে উত্তর-পশ্চিম দিকে সীমান্ত মেইন পিলার-৪৯ থেকে বাংলাদেশের অভ্যন্তরে গুদিয়াকাটা নামক স্থান থেকে ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবাসহ ১টি স্মার্ট ফোনসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে । আটককৃত মাদক ব্যবসায়ী মো : মোরশেদ (২০) সে কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শুকমনিয়া গ্রামের মো: আব্দু রহিমের পুত্র। আটককৃত আসামিকে ইয়াবা সহ ব্যাটালিয়ন সদরে প্রেরণ ও পরবর্তী কার্যক্রমের জন্য প্রেরণ করা হয়েছে বলে জানা যায়। নাইক্ষ্যংছড়ি বিজিবি জানায়, নাইক্ষ্যংছড়ি ১১বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিভিন্ন মাদক এবং গরু চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে।