– মোঃ খাইরুল এনাম

ঈদের আমেজ বইছে মনে
খুশির সীমা নাই,
পশুর হাটে ভীড় জমেছে
দেখতে সেথায় যাই।
কোটি টাকায় কিনল গরু
নেতা জান্টু মিয়া,
টাকার হিসাব মিলেনি তাই
ধরলো পুলিশ গিয়া।
ফ্রিজ কিনার ধুম পড়েছে
রাখবে মাংস হীমে,
হকের কুরবানী করে কয়জনা
দেখায় আপন কর্মে।
এমন অনেক আছে মানুষ
পায়না মাংস খেতে,
ইজ্জত রক্ষায় যায়না দ্বারে
দাও গোপনে হাতে।
তোমার কুরবানী হবে কবুল
আল্লাহ হবে খুশি,
নিশ্চয়ই তুমি আসল মোমেন
ফুটাও দুঃখীর হাসি।
ঈদুল আজহা, পড়ো নামাজ
খুশবু আতর মেখে,
খাও মাংস, বিলাও মাংস
কান্দ দুঃখীর দুঃখে।

(কবি : পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সভাপতি, মগনামা ইউনিয়ন আওয়ামী লীগ।)