সংবাদ প্রতিবেদন:
১লা জুলাই শনিবার সকাল ১০টায় পেকুয়া বাজার এসডি সিটি সেন্টার ৪র্থ তলা অডিটোরিয়াম হলে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) পেকুয়া উপজেলার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও আলোচনা সভা- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বিএসপির পেকুয়া উপজেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা ইউনুস কাদেরী সাহেবের সভাপতিত্বে ও সেক্রেটারি জাকের হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন, বিএসপি কক্সবাজার জেলা সমন্বায়ক হাফেজ মাওলানা কেরামত আলী মাইজভান্ডারি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সেলিম উদ্দীন তাহেরি, হাফেজ মাওলানা কফিল উদ্দিন, মাওলানা জাকের উল্লাহ জালালী, কহিনুর ইসলাম মজিদি, মাওলানা নূরুজ্জামান নূরী, মাওলানা মনিরুজ্জামান নূরী, বিএসপি ঈদগাঁও উপজেলা সভাপতি মোঃ রহমত উল্লাহ, মাওলানা নাইমুল করিম, হাফেজ বদিউল আলম, ফকির শামসুল আলম, মোঃ আজিজুর রহমান (আজু), মোঃ হাবিবুর রহমান, কলিম উল্লাহ সহ সংগঠনের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
এতে আরো উপস্থিত ছিলেন, মোঃ নেছার উদ্দীন, মনির আলম, উসমান গণী প্রমুখ।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা ইউনুস কাদেরী বলেন, বাংলাদেশ সুপ্রিম পার্টি নতুন ধারায় মদিনার সনদের আদলে জাতি ধর্ম নির্বিশেষে সকলের সহাবস্থান ও সম্প্রীতিপূর্ণ অহিংস রাজনীতির চর্চা করে। এ সংগঠন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে দেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে। সারা বাংলাদেশে ইতিমধ্যে এ সংগঠনের গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তারই ধারাবাহিকতায় পেকুয়া উপজেলায় বাংলাদেশ সুপ্রিম পার্টির কার্যক্রম গতিশীল নেতৃত্বের মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ থেকে পার্টির মাননীয় চেয়ারম্যান বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব হযরত শাহসূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী'র হাতকে শক্তিশালী করার আহ্বান জানান অধ্যক্ষ মাওলানা ইউনুস কাদেরী।
উদ্বোধনী বক্তব্যে হাফেজ মাওলানা কেরামত আলী বলেন, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) নির্দিষ্ট তরিকতের বা গোষ্ঠীর সংগঠন নয়, এটি জাতি ধর্ম নির্বিশেষে ১৮ কোটি মানুষের প্লাটফর্ম। তাই এই সংগঠন দলমত, দরবার, তরিকা, মতাদর্শ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত। চলমান ধর্মে ধর্মে হানাহানি ও সহিংস রাজনীতি থেকে মুক্তি দিয়ে জাতিকে মদিনার সনদের আলোকে সম-অধিকার ও সম্প্রীতির মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করার প্রয়াস নিয়ে এগিয়ে যাওয়াই বিএসপির লক্ষ উদ্দেশ্য। হাফেজ কেরামত আলী তাঁর বক্তব্যে সুফিবাদি তারিকত পন্থীদের বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক ময়দানে কাজ করার গুরুত্বের ওপর বিশেষ জোর দেন।
সর্বশেষ হাফেজ মাওলানা কেরামত আলী'র মিলাদ ক্বিয়াম পরিচালনা শেষে বিশেষ মুনাজাত পরিচালনা করেন, বিএসপি পেকুয়া উপজেলা ও অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মাওলানা ইউনুস কাদেরী।