স্টাফ রিপোর্টার, পেকুয়া
কক্সবাজার জেলা আ’লীগের সভাপতি বিশিষ্ট আইনজীবী কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তাঁর আশু আরোগ্য কামনায় পেকুয়ায় উপজেলা আ’লীগে ও সহযোগী সংগঠনের উদ্যোগে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪জুলাই) সকালে খতমে কোরআন, বিকেলে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পেকুয়া উপজেলা আ’লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সাইফুউদ্দিন খালেদের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম।
আরো বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহসভাপতি বশির আলম মিস্ত্রী, আবুল শামা শামীম, সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান, পেকুয়া সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি আজম খান, মহিলা আ’লীগের সভানেত্রী ছেনুয়ারা বেগম, সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোছাইন, টৈটং ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, উজানটিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ শাহাজামাল, শিলখালী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, রাজাখালী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, মগনামা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রিপন চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ বারেক, শ্রমিকলীগের সভাপতি নুরুল আবছার, কৃষকলীগের সভাপতি শহিদুল ইসলাম শাহেদ, সাধারণ সম্পাদক আমিরুল খোরশেদ চৌধুরী, উপজেলা আ’লীগ নেতা সুজন চৌধুরী ও উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমিনুর রশিদ।
বক্তব্য রাখতে গিয়ে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, জেলা আ’লীগের সম্মানিত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ভাল মনের অধিকারী। জেলা আ’লীগের নেতৃত্ব ছাড়াও দীর্ঘদিন ধরে সাধারণ জনগণের সেবা দিয়ে আসছেন। প্রিয় নেতা অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে রয়েছে। মহান আল্লাহর কাছে প্রার্থনা নেতাকে দ্রুত আরোগ্য দান করুক।
আলোচনা সভা শেষে জেলা আ’লীগ সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর দ্রুত আরোগ্য কামনায় মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামালীগের আহ্বায়ক মাওলানা মোহাম্মদ হাসান রাব্বানী।
ওই সময় ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পেকুয়ার আরো খবরঃ পেকুয়ায় বাসের ধাক্কায় ধুমড়েমুচড়ে গেলো অটোরিক্সা: নিহত-২
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।