স্পোর্টস ডেস্ক: বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল পর্যন্ত খেলেছে বাংলাদেশ। সেমিফাইনালে জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ ছিল কুয়েত। দলটির বিপক্ষে অনবদ্য পারফরম্যান্স করেছিলেন বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো। তিনিই জিতলেন এবারের আসরের সেরা গোলরক্ষকের পুরস্কার।
কুয়েতের বিপক্ষে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। কিন্তু গোলরক্ষক আনিসুর রহমান জিকো সবার মনেই জায়গা করে নিয়েছিলেন অনবদ্য পারফরম্যান্স দিয়ে। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৫১ ধাপ এগিয়ে থাকা কুয়েতের বিপক্ষে ১০টি সেভ দিয়েছিলেন তিনি।
এর আগে গ্রুপ পর্বে লেবাননের বিপক্ষে ৩টি, মালদ্বীপের বিপক্ষে একটি ও ভুটানের বিপক্ষে ২টি সেভ করেন জিকো। সেরা গোলরক্ষকের পুরস্কার জিতে তারই মূল্যায়ন পেলেন বাংলাদেশের এই তারকা ফুটবলার।
সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গেছে ভারত দলের স্ট্রাইকার সুনীল ছেত্রীর পকেটে। পুরো টুর্নামেন্টে ৬ গোল করেছেন তিনি। ছেত্রীই হয়েছেন টুর্নামেন্টের সবচেয়ে দামি খেলোয়াড়। এছাড়া নেপাল জিতেছে ফেয়ারপ্লে পুরস্কার।
আরো খবরঃ
কাঁচা মরিচের সালাদ নিয়ে বর কনে পক্ষের সংঘর্ষ, আহত ১৫
রোহিঙ্গা নিপীড়নের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য মোমেনের আহ্বান
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।