সংবাদ বিজ্ঞপ্তি :
জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতা-উন্নয়নের প্রতীক নৌকাকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান বলেছেন, বিএনপি-জামায়াত জ্বালাও পোড়াও এবং হত্যার রাজনীতি করেছে। তাই অত্যাচার নির্যাতনের বিপরীতে এবং অসাম্প্রদায়িক চেতনার পক্ষে নৌকাকে বিজয়ী করার আহ্বান বিকল্প নেই।

সারাদেশে যে অপ্রতিরোধ্য উন্নয়ন চলছে তা আরো বেগবান করতে আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহ্বানও জানান তিনি।

মেয়র মুজিব বলেন,”দলীয় সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নমিনেশন দিলে কক্সবাজার সদর, রামু এবং ঈদগাঁও এলাকার প্রতিটি ইউনিয়নকে স্মার্ট শহর হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।”

শুক্রবার বিকেল ৪টার দিকে মধ্যম পোকখালী প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত দলীয় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট বদিউল আলম সিকদার, এডভোকেট আয়াছুর রহমান, ইঞ্জিনিয়ার বদিউল আলম, অধ্যাপক ফিরোজ আহমদ, ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইমরুল রাশেদ, ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা মহিদুল্লাহ, দিদারুল আলম কোম্পানি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আলী, খুরুশকুলের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা আহমদ করিম সিকদার, পোকখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি আমজাদ হোসেন, ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইরফান উদ্দিন বক্তব্য রাখেন।

পোকখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এর আগে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় দলীয় নেতাকর্মীরা।

এমন ভালবাসা জবাবে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মুজিব।

আরো খবর

কারামুক্ত নেতাদের কমিটিতে যুক্ত করবে হেফাজত

আওয়ামী লীগকে বিদায় করেই আমরা ঘরে ফিরবো -মাহবুবের রহমান শামীম

প্রধানমন্ত্রীর আহ্বানে ক্রিকেটে ফিরলেন তামিম