নিজস্ব প্রতিবেদক
পুলিশ ব্যুরো অব ইনডিস্টিগেশন (পিবিআই) প্রধান অ্যাডিশনাল আইজিপি ইঞ্জিনিয়ার বনজ কুমার মজুমদার পিবিএম (বার), পিপিএমকে সংবর্ধনা দিয়েছে কমিউনিটি পুলিশিং কক্সবাজার এর প্রতিষ্ঠা কমিটির সদস্যবৃন্দ।

১২ জুলাই রাতে শহরের অভিজাত হোটেলে তার সম্মানে ডিনার পার্টিও আয়োজন করা হয়।

সংবর্ধিত প্রধান অতিথি বনজ কুমার মজুমদারের সঙ্গে তার সহধর্মিনী ডাঃ জয়া মল্লিক ও দুই মেয়ে অংশগ্রহণ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম এবং পিবিআই এর পুলিশ সুপার সারোয়ার আলম।

কক্সবাজার কমিউনিটি পুলিশিং এর প্রতিষ্ঠা কমিটির সভাপতি আলহাজ্ব মোস্তাক আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জেবর মুল্লুক এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠা কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব আবুল কাসেম সিকদার, উদয় শংকর পাল মিঠু, আবু জাফর সিদ্দিকী, তৈয়বুর রহমান মামুন, মোশাররফ হোসেন দুলাল, আলহাজ্ব নুরুল ইসলাম, আলহাজ্ব মফিজুর রহমান মাষ্টার, অধ্যাপক অজিত কুমার দাশ, মোঃ মোস্তফা, জোনায়েদ আহমদ ও ম ম রাখাইন প্রমুখ।

সভার শুরুতে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদেরকে ফুলের তোড়া দিয়ে বরন করেন প্রতিষ্ঠা কমিটির সদস্যবৃন্দ।

প্রধান অতিথি, বিশেষ অতিথি ও উপস্থিত সদস্যবৃন্দ কমিউনিটি পুলিশ কক্সবাজার এর গৌরবোজ্জ্বল অতীতের স্মৃতিচারণ করেন।

বনজ কুমার মজুমদার কক্সবাজারবাসীদের প্রতি, বিশেষকরে কমিউনিটি পুলিশিং এর সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি সালাম/আদাব এবং কৃতজ্ঞতা জানিয়েছেন।