আরএফ বিল্ডার্স কে নিয়ে মিথ্যা বানোয়াট অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছেন হাজী দেলওয়ার।

জাতীয় পরিষেবা ৯৯৯ এ ফোন করে পুলিশের সহায়তা নেওয়ায় আরএফ বিল্ডার্স ডেভলপার কোম্পানির বিরুদ্ধে হুমকি দেওয়ার যে অভিযোগ এনে সংবাদ সম্মেলনটি করা হয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট সাজানো উদ্দেশ্য প্রণোদিত বলে জানিয়েছেন, আরএফ বিল্ডার্সের এমডি হাজী দেলওয়ার । তিনি বলেন সুনামের সাথে দেশের বিভিন্ন জায়গায় ব্যবসা পরিচালনা করে আসছে আরএফ বিল্ডার্স তারই ধারাবাহিকতায় কক্সবাজারের কলাতলী মোড়ে নির্মাণ করে ওয়ার্ল্ড বিচ রিসোর্ট। আর এই জমির মালিক ও অংশীদারদের চুক্তি অনুযায়ী সকল পাওনা বুঝিয়ে দেওয়ার পরেও নুরুল আলম নামের একজন অংশীদার ও তার ছেলে আশরাফ স্থানীয় কিছু ভাড়াটে লোকজন নিয়ে হোটেলটি দখল নেওয়ার চেষ্টা করে আসছে দীর্ঘদিন ধরে।
তবে তাতে তারা ব্যর্থ হয়ে গত ৮ ই নভেম্বর
স্থানীয় প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওয়ার্ল্ড বিচ রিসোর্ট থেকে আমাকে ও আমার ছেলে ও একজন কর্মকর্তাসহ সদর থানার পলিশ অন্যায় ভাবে ধরে নিয়ে যায়। এর পর আমাদের নামে মিথ্যা ভিত্তিহীন বানোয়াট অভিযোগ এনে ১২ জনের নামে মামলা করেন নুরুল আলম। এরপর জামিনের মাধ্যম আমি বেরিয়ে আসি।

এতকিছুর পরেও তারা আবার নতুন করে আজকে আরএফ বিল্ডার্স ও আমাকে জড়িয়ে মিথ্যা বানোয়াট সাজানো মন গড়া অভিযোগ নিয়ে একটি সংবাদ সম্মেলন করেছে কক্সবাজার প্রেসক্লাবে। যেটি আমার দৃষ্টিগোচর হয়েছে, আমি উক্ত মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য মুলক সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। উক্ত সংবাদে সংশ্লিষ্ট প্রশাসন ও শুভানুধ্যায়ীদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি সাংবাদিক ভাইদের যাচাই-বাচাই পুর্বক তথ্য ভিত্তিক সংবাদ পরিবেশনের অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী
হাজী দেলওয়ার
প্রতিষ্ঠাতা-আরএফ বিল্ডার্স লিমিটেড।
সহ-সভাপতি- সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ।