নুরুল আলম সাঈদ, নাইক্ষ‍্যংছড়ি:
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিজিবি অভিযান চালিয়ে জব্দকৃত মায়ানমারের গরু গুলি নিলামে বিক্রি করা হয়েছে।

শুক্রবার ১৪ জুলাই বিকাল সাড়ে ৪ টায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের ১১বিজিবি এর জেসিও নাঃসুবেঃ মোঃ বিল্লাল হোসেন এর উপস্থিতিতে কাস্টম এক্সাইজ ও ভ্যাট ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা মোহাম্মদ সৈয়দ আবু রাসেল এর সমন্বয়ে নাইক্ষ্যংছড়ি বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত ১২ জুলাই ২০২৩ তারিখ ব্যাটালিয়ন সদরের টহল দল কর্তৃক জব্দকৃত গরু ১টি, গত ১৩ জুলাই ২০২৩ তারিখ পানছড়ি এবং লেম্বুছড়ি বিওপির যৌথ টহল দল কর্তৃক জব্দকৃত ৪১টি গরু সহ সর্বমোট ৪২টি গরু গুলির উন্মুক্ত নিলাম কার্যক্রম সম্পন্ন হয়েছে।

এই সময় ৪২টি গরু নিলামে বিক্রয় করা হয় ভ‍্যাট সহ বিয়াল্লিশ লক্ষ ত্রিশ হাজার টাকায়

আরো খবর

ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমেই শ্রমিক-মালিকসহ সর্বশ্রেণির মানুষের অধিকার নিশ্চিত হবে

ঢাবিতে এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল

টেকনাফে জার্মান রেড ক্রসের সহায়তায় পিপিপি প্রজেক্টের দুর্যোগ বিষয়ক সভা অনুষ্ঠিত

কক্সবাজারের আরো খবর পেতে সংযুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।