আব্দুস সালাম,টেকনাফ:
কক্সবাজারের টেকনাফ থানাধীন লম্বরী এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ভিকটিমকে উদ্ধার করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কক্সবাজার র্যাব-১৫ এর চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার নিখোঁজ জিডি সূত্রে জানা যায়, গত ৯ জুলাই সকাল অনুমান সাড়ে ৮ টার দিকে বাঁশখালী গন্ডামারা ইউনিয়নের নোয়াপাড়া এলাকার মোক্তার আহমদের ছেলে মোঃ মহিউদ্দীন (২৬) কে অজ্ঞাত অপহরণকারীরা জলদী উপজেলা এলাকা থেকে অপহরণ করে মাইক্রোযোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে ভিকটিমের পরিবারের নাম্বারে ফোন করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এ ব্যাপারে ভিকটিমের বাবা চট্টগ্রামের বাঁশখালী থানায় একটি নিখোঁজ জিডি দায়ের করেন। যার জিডি নং ৫৮৮, তারিখ-১০/০৭/২০২৩ ইং। উক্ত ঘটনার প্রেক্ষিতে গত ১৪ জুলাই সময় র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজারের টেকনাফ থানাধীন লম্বরী এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ভিকটিম তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
আরো খবর
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।