মোঃ কামাল উদ্দিন, চকরিয়া-পেকুয়া:

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ থেকে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল নামক ঔষধ কোম্পানির এক মাঠকর্মীর গলাকাটা লাশ উদ্ধার করেছে চকরিয়া থানা পুলিশ। উদ্ধারকৃত ব্যক্তি হেলথ কেয়ারের কক্সবাজার ডিপোর মাঠকর্মী (এসআর) মোঃ এরশাদ(৩০) বলে জানা গেছে।

শনিবার রাত আনুমানিক ১০ টার দিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম গেটের ভেতরে চুরি দিয়ে জবাই করে এরশাদকে হত্যা করা হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

নিহত এরশাদের বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর থানায় বলে নিশ্চিত হওয়া গেছে।

এ ঘটনায় আশিক বিল্লাহ(৩৫) নামের একই কোম্পানির বিক্রয় প্রতিনিধি (এম আর) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল জব্বার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ থেকে ঔষধ কোম্পানির এক প্রতিনিধির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল তৈরি পূর্বক লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে হেলথ কেয়ার মেডিসিন কোম্পানির এক বিক্রয় প্রতিনিধিকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। হত্যার মোটিভ উদঘাটনে সিআইডি ও পুলিশ যৌথভাবে কাজ করছে বলে জানান।

আরো খবর

‘শখ’ করে গান গেয়ে ভাইরাল কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান

যুক্তরাষ্ট্রে শামীম ওসমানের সঙ্গে তর্ক করা সেই যুবকের বাড়িতে হামলা

নাইক্ষ্যংছড়িতে লিগ্যাল এইড কমিটির সভায় বান্দরবান জেলা ও দায়রা জজ ফজলে এলাহী

কক্সবাজারের আরো খবর পেতে সংযুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।