চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম কর্ণফুলীর মইজ্জ্যারটেক পুলিশ বক্সের সামনে থেকে মো. রেজাউল ইসলাম (৪৭) নামে এক ব্যক্তিকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ই জুলাই) রাত সোয়া ৮টার দিকে কর্ণফুলী থানা পুলিশের নিয়মিত চেকপোস্টে আটক হয়েছেন তিনি। এসময় তার কাছ থেকে এক হাজার ৮৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

আটককৃত রেজাউল ইসলাম নড়াইল জেলার লোহাগড়া মল্লিকপুর ইউনিয়নের মহিষাপাড়া গ্রামের মৃত আকরাম শেখের ছেলে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, ‘থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে। মাদক ও ইয়াবা নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে আর ইয়াবাসহ গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।’

এর আগে, শুক্রবার রাতে উপজেলার শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে ১৪’শ পিচ ইয়াবাসহ শফিকুল ইসলাম (৫১) নামের আরেকজনকে গ্রেফতার করেন গোয়েন্দা পুলিশ।

আরো খবর

চকরিয়ায় ঔষধ কোম্পানির মাঠকর্মীর গলাকাটা লাশ উদ্ধার

‘শখ’ করে গান গেয়ে ভাইরাল কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান

যুক্তরাষ্ট্রে শামীম ওসমানের সঙ্গে তর্ক করা সেই যুবকের বাড়িতে হামলা

কক্সবাজারের আরো খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।