সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কক্সবাজার জেলার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ১৬ জুলাই বিকাল ৩টায় কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল সংগঠনের জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো: রহিম উদ্দিন ও সদস্য সচিব এড. একরামুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য যথাক্রমে ওসমান সরওয়ার আলম চৌধুরী, রুস্তম আলী চৌধুরী, জয়নাল আবেদিন, আবদুল হামিদ ফয়সাল, শহীদ উল্লাহ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেন, মোহাম্মদ ইদ্রিস, সাবেক ছাত্র নেতা রাশেদুল হক চৌধুরী, শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল কাদের, আর এম জিয়া, ঝিলংজা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হেলাল উদ্দিন, পি.এম খালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন সিকদার উপস্থিত ছিলেন।
এছাড়া বিভিন্ন উপজেলা, পৌর শাখা, ইউনিয়নসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।