রামু প্রতিনিধি:
রামু প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক, কক্সবাজার বেতার এর নিয়মিত সংগীত শিল্পী ও রামু উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবুল কাসেমের পিতা মোহাম্মদ মালেকুজ্জামান রবিবার, ১৬ জুলাই দুপুর পৌনে ২ টায় চট্টগ্রাম ট্রিটমেন্ট হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মোহাম্মদ মালেকুজ্জামান রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের তেচ্ছিপুল এলাকার মৃত আবদুল হাকিমের ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৬ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধিন ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার, ১৭ জুলাই সকাল সাড়ে ৯টায় রামুর তেচ্ছিপুল স্টেশন জামে মসজিদ মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
রামু প্রেস ক্লাবের শোক :
রামু প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক, কক্সবাজার বেতার এর নিয়মিত সংগীত শিল্পী ও রামু উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবুল কাসেমের পিতা মালেকুজ্জামানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন- রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের ডেপুটি এডিটর ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, রামু প্রেস ক্লাবের উপদেষ্টা ও সাবেক সভাপতি ছড়াকার দর্পণ বড়ুয়া, সাবেক সভাপতি খালেদ শহীদ, রামু প্রেস ক্লাবের সভাপতি নীতিশ বড়ুয়া, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, সহ-সভাপতি এসএম জাফর, এম আবদুল্লাহ আল মামুন ও খালেদ হোসেন টাপু, যুগ্ম-সাধারণ সম্পাদক আল মাহমুদ ভূট্টো, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন, অর্থ সম্পাদক ওবাইদুল হক নোমান, দপ্তর সম্পাদক হাসান তারেক মুকিম, সহ-দপ্তর সম্পাদক শওকত ইসলাম, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সহ-প্রচার সম্পাদক আবুল কাশেম সাগর, কার্যকরী সদস্য জহির উদ্দিন খন্দকার, মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, কফিল উদ্দিন, সদস্য এইচবি পান্থ, প্রসূন বড়ুয়া, হামিদুল হক, এসএম হুমায়ন কবির, কামাল হোসেন, হাবিবুর রহমান সোহেল, আহমদ ছৈয়দ ফরমান, শিপ্ত বড়ুয়া, এমএইচ আরমান, নুরুল হক সিকদার, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সাইদুজ্জামান, মো. আবদুল্লাহ, সহযোগি সদস্য প্রকাশ সিকদার ও মিজানুল হক। বিবৃতিতে রামু প্রেস ক্লাব নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।