নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার শহরতলীর লিংক রোড মুহুরীপাড়ার বাসিন্দা নুরুল আবছার। পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। চায়ের দোকান করেই কোনমতে চলতো সংসার। আবছারের ৩ মেয়ে ১ ছেলে, যাদের সবাই এখনো শিশু।
ভাগ্যের নির্মম পরিহাস, গত ২০২২ সালের ২৪ ডিসেম্বর নুরুল আবছারকে এলোপাথারি কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী। স্তব্ধ বিবেক।

কি কারণে বাবা খুন হলো, জানেনা অবুঝ সন্তানেরা। সান্ত্বনার ভাষা নেই স্ত্রী শামীমা আক্তারের। আতঙ্কিত বিসিক শিল্প নগরীর বাসিন্দারা।

এদিকে, নিহত নুরুল আবছারের স্ত্রী ও স্বজনদের প্রাণ নাশের হুমকি-ধমকি দিচ্ছে চিহ্নিত অপরাধীচক্র। মামলা তুলে না নিলে অপহরণ ও মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ নানামুখী হুমকি পাঠাচ্ছে হত্যা মামলার আসামিরা। অসহায় পরিবারকে যারা সহযোগিতা করছে তাদেরকেও হুমকি দিচ্ছে খুনিচক্র।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলন ডেকে এসব অভিযোগ তুলেছেন নিহত নুরুল আবছারের স্ত্রী শামীমা আক্তার।

তিনি বলেন, ২০২২ সালের ২৪ ডিসেম্বর সম্পূর্ণ পরিকল্পিতভাবে আমার স্বামী নুরুল আবছারকে হত্যা করে আব্দুল খালেক ও নুরুল ইসলামের নেতৃত্বে সন্ত্রাসীরা। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। যার থানা মামলা নং-৫১/২২, জি.আর মামলা নং-৭৯২/২২। তবে প্রভাবশালীদের চাপের মুখে প্রকৃত অপরাধীদের আরো অনেকে মামলা থেকে বাদ পড়ে গেছে। এখন তারা মামলা তুলে নিতে আমাকে নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। আমার দুঃসময় যারা পাশে দাঁড়িয়েছে, নানাভাবে সহযোগিতা দিচ্ছে, তাদেরকেও মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে খুনিরা। কিলার, সন্ত্রাসী ভাড়া করেছে। বিশেষ করে আকবর মেম্বার, তার ছেলে লিয়াকত আলী মেম্বারের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র শুরু করেছে। নারী নির্যাতন মামলায় ফাঁসানোর পরিকল্পনা নিয়েছে খুনি সিন্ডিকেট। আমরা এখন চরম অসহায়। আতঙ্কে দিন পার রয়েছি।

সংবাদ সম্মেলনে নিহত নুরুল আবছারের বড় ভাই ও মামলাররবাদি শাহনেওয়াজসহ স্বজনরা উপস্থিত ছিলেন।

এদিকে, নিহত আবছারের ৩ মেয়ে ১ ছেলে নিয়ে মানবেতর দিন কাটছে স্ত্রী শামীমা আক্তারের। অন্ন জোগাড়, ভরণপোষণের মতো কেউ নেই। ঠিকমতো দু’বেলা খাবার জোটে না অবুঝ সন্তানদের। এরই মাঝে আসামিদের হুমকি যেন অসহায় পরিবারটির মাথায় আকাশ ভেঙ্গে পড়ার অবস্থা। জানমালার নিরাপত্তায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবারটি।