আলাউদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি :

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজন ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবির স্বাক্ষরিত প্যাডে লিখিতভাবে এই ঘোষণা দেয়া হয়। এতে সভাপতি করা হয় মো. বেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক করা হয় মো. মিনহাজ উদ্দিনকে।

উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজন বলেন, আগামী ৩ বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। পুটিবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে কমিটি অনুমোদন দেওয়া হয়।