ইমাম খাইর, সিবিএনঃ
দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসা কক্সবাজারের হিফয সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ ইউনুছ ফরাজীর সভাপতিত্বে
শিক্ষার্থীদের সবক প্রদান করেন জামিয়া আরাবিয়া গোরকঘাটা মহেশখালীর শায়খুল হাদীস আল্লামা হাফেজ আব্দুল গফুর।
সবক গ্রহনকারী দুইজন শিক্ষার্থীর মধ্যে একজন ইসলামপুরের নতুন অফিস পাড়ার সাংবাদিক আনোয়ার হোছাইনের ছেলে ইমতিহান মাহমুদ। অপরজন কক্সবাজার জেলা জজ আদালতের আইনজীবী সহকারী সমিতির নেতা আমানত শাহের ছেলে মিনহাজুর রহমান সোহাদ।
সবক প্রদানকালে এই দুই শিক্ষার্থীর অভিভাবক ছাড়া আরো উপস্থিত ছিলেন, ঈদগাঁওর সিনিয়র সাংবাদিক মোঃ নাছির উদ্দীন আল নোমান, মাদরাসার শিক্ষক মাওলানা হাফেজ শাহরিয়ার আসিফ, হাফেজ মাওলানা শামিমুদ্দীন, হাফেজ তাওহীদ ও হাফেজ রাফি আমিনী।
সবক প্রদান অনুষ্ঠান শেষে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে আগত অতিথি, অভিভাবকদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান হাফেজ মাওলানা মোহাম্মদ ইউনুছ ফরাজী। প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য তিনি সকলের দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।