আব্দুস সালাম,টেকনাফ:

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া পাহাড়ে অভিযান চালিয়ে সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ সামরিক কমান্ডার হাফেজ নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা

শুক্রবার (২১ জুলাই) রাত ১০টার দিকে টেকনাফ বাহারছড়া শামলাপুর পাহাড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব -১৫ অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুস সালাম চৌধুরী।

তিনি জানান, গ্রেপ্তার নুর মোহাম্মদ মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসা’র শীর্ষ কমান্ডার। হত্যা, অপহরণ ও আধিপত্য বিস্তারসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির দেয়া তথ্যের ভিত্তিতে আরসা’র বাকি সদস্যদের ধরতে শামলাপুর-বাহারছড়ার গহীন পাহাড়ি এলাকায় র‍্যাবের অভিযান চলছে।

উল্লেখ্য, গত ৭ জুলাই কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও আরাকান সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে গোলাগুলির ঘটনায় ৫জন নিহত হন। ওইদিন ভোরে উখিয়ার ৮ ডব্লিউ ক্যাম্পে এই গোলাগুলির ঘটনা ঘটে।

আরো খবর

সাংবাদিক আজাদ তালুকদারকে দেখতে গেলেন তথ্যমন্ত্রী

শহরের টেকপাড়ার রাজা মিয়া আর নেই, জোহরের নামাজের পর জানাজা

কক্সবাজারে দেশের ৩৫ মেয়রের অংশগ্রহণে তৃতীয় মেয়র সম্মেলন শুরু; তামাকমুক্ত স্বাস্থ্যসম্মত নগরী গড়ার প্রত্যয়

কক্সবাজারের আরো খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।