প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজারে আগামীকাল রোববার (২৩ জুলাই) শুরু হচ্ছে পুষ্টি-প্রথম আলো জাতীয় স্কুল বিতর্ক উৎসব-২০২৩। “যোগ দাও যুক্তির মেলায়“-এই শ্লোগানে কক্সবাজারের আঞ্চলিক ভেন্যুতে অংশ নিচ্ছে কক্সবাজার ও বান্দরবান জেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান । আগামীকাল রোববার সকাল সাড়ে আটটায় শহরের ‘ বায়তুশশরফ জব্বারিয়া একাডেমী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে এই বিতর্ক উৎসব শুরু হবে।
উৎসবে অংশ নেয়া শিক্ষাপ্রতিষ্টান গুলো হচ্ছে, কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়,বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ছনখোলা মডেল হাইস্কুল, পেকুয়া রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চবিদ্যালয়, পেকুয়া শিলখালী উচ্চবিদ্যালয়, রামু ক্যান্টনম্যান্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, রামু খিজারী আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়, রামু বাঁকখালী উচ্চবিদ্যালয়, ঈদগাহ আদর্শ উচ্চবিদ্যালয়, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন, কক্সবাজার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, কক্সবাজার বায়তুশশরফ জব্বারিয়া একাডেমি, কক্সবাজার মডেল হাইস্কুল এবং কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।
প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের একটি করে বিতর্ক দল ( ৩ জন বিতার্কিক, ১ জন অতিরিক্ত সদস্য ও ১ জন মডারেটর) এবং দুটি ক্যাটাগরিতে নিম্নমাধ্যমিক ( ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) এবং মাধ্যমিক ( নবম ও দশম শ্রেণি) প্রতিটি ক্যাটাগরিতে ৩ জন করে মোট ৬ জন শিক্ষার্থী ‘ বিতর্ক কুইজ’ প্রতিযোগিতা অংশ নেবেন।
কক্সবাজার আঞ্চলিক ভেন্যুতে বিতর্কে বিজয়ী চ্যাম্পিয়ন দল এবং কুইজের দুটি ক্যাটাগরির সেরা ৩ জন করে মোট ৬ জন শিক্ষার্থী ঢাকার জাতীয় উৎসবে অংশগ্রহণের সুযোগ পাবেন। উৎসব আয়োজনে সার্বিক সহযোগিতা দিচ্ছে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।
প্রথম আলো কক্সবাজার আঞ্চলিক অফিস প্রধান আব্দুল কুদ্দুস রানা বলেন, সংবাদ প্রকাশের পাশাপাশি প্রথম আলো বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। গণিত উৎসব, এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, ফিজিক্স অলিম্পিয়াড, বিজ্ঞান উৎসব, ভাষা উৎসব, প্রোগ্রামিং কনটেস্টসহ নানা আয়োজনের মাধ্যমে আমাদের শিশু কিশোরেরা বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠছে। এরই ধারাবাহিকতায় পুষ্টি ও প্রথম আলোর উদ্যোগে কক্সবাজারসহ দেশের ৪০টি আঞ্চলিক ভেন্যুতে বিতর্ক উৎসব চলছে।
কক্সবাজার আঞ্চলিক ভেন্যুতে বিতর্ক উৎসবের সমন্বয় করছেন কক্সবাজার সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সহসভাপতি বিতার্কিক মিঠুন চক্রবর্তী। বিতর্ক হবে সনাতনী পদ্ধতিতে।
বিতর্ক ও কুইজ শেষে বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি, টি-শার্ট, মেডেল, বারোয়ারি বিতর্কে সেরা বিতার্কিককে ক্রেস্ট, টি-শার্ট ও মেডেল এবং কুইজ বিজয়ী ৬ জনকে টি-শার্ট, মেডেল এবং বিতর্কে অংশগ্রহণকারী সকলকে সার্টিফিকেট প্রদান করা হবে।
প্রথম রাউন্ড :
১. মাদকমুক্ত রাখার ক্ষেত্রে পরিবার নয়, শিক্ষকদের ভূমিকাই প্রধান।
দ্বিতীয় রাউন্ড :
১. তথ্যপ্রযুক্তির অবাধ ব্যবহার পাঠাভ্যাস নষ্ট করছে।
সেমিফাইনাল :
১. এই সময়ে মেধাবী মানুষের চেয়ে মানবিক মানুষই বেশি দরকার।
২. শিশুদের অনলাইন নেতিবাচক আচরণের জন্য প্রধানত অভিভাবকই দায়ী।
ফাইনাল :
১. পরিবেশ রক্ষায় ব্যক্তির ভূমিকাই প্রধান।
২. প্রাথমিক পর্যায়েই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া শিক্ষা বাধ্যতামূলক করা উচিত।
জরুরি প্রয়োজনে : ০১৭১৩-১০৩৮৭৬
আরো খবর
ঝিলংজায় রাস্তা নির্মাণের শুভ উদ্বোধন করেন চেয়ারম্যান টিপু সোলতান
কক্সবাজারের আরো খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।