কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় দীর্ঘ প্রতীক্ষার ৬৫ দিনের নিষেধাজ্ঞা পর আবারও সাগরে মাছ ধরতে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে জেলেরা। আগামীকাল রোববার রাত ১২টার পর থেকে সাগরে মাছ ধরা শুরু করবেন জেলেরা। প্রস্তুত করা হচ্ছে ট্রলার ও জাল এমনটিই জানিয়েছেন উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা, মোঃ নাজমুস সাকিব। তিনি জানান, কুতুবদিয়ার নিবন্ধিত মোট জেলে ১০ হাজার ৯শত ৫৯ জন। ৬৫ দিনের নিষেধাজ্ঞায় সরকারিভাবে জেলেদেরকে দুই ধাপে চাউল দেওয়া হয় মোট ৮৬ কেজি। ১ম ধাপে ৫৬ কেজি চাল বিতরণ করা সম্পন্ন হয়েছে। বাকি ৩০ কেজি চাউলের বরাদ্দ এখনো আসেনি।

সরেজমিনে দেখা যায়, কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের আকবর বলির ঘটে সারি সারি নোঙর করা মাছ ধরার ট্রলার। প্রতিটি ট্রলার সেজেছে নতুন সাজে। ট্রলারে টাঙানো হয়েছে নতুন পতাকা। ঘাটে আনা হচ্ছে বড় বড় জাল। শেষ মুহূর্তে জালের মেরামত কাজও দেখছেন জেলেরা। তারপর দ্রুত জালগুলো তোলা হচ্ছে ট্রলারে। একই সঙ্গে মজুত করা হয়েছে খাদ্য, ড্রামসহ নানা সামগ্রী। ব্যস্ততার যেন শেষ নেই জেলে ও ট্রলার মালিকদের।

এদিকে, উপজেলার আকবর বলি ঘটের এফবি মায়ের দোয়া ট্রলারের মাঝি আব্বাস উদ্দীন বলেন,৬৫ দিন পর সাগরে যাবার আনন্দে মেতেছেন তারা। তাই মনে খুব আনন্দ। কারণ ৬৫ দিন বন্ধের কারণে সংসার নিয়ে খুবই কষ্টের মধ্যে ছিলাম। এখন নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ শিকারে যাব।

কুতুবদিয়া ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জানান , জেলেদের মধ্যে আনন্দ বিরাজ করছে। এখন প্রতিটি ট্রলারে উৎসব চলছে। কারণ সবাই নিষেধাজ্ঞা শেষে মাছ শিকারে সাগরে যাবে। সব প্রস্তুতি সম্পন্ন, শুধু মাছ ধরতে যাওয়া বাকি। আশা করি, রোববার মধ্যরাত থেকে জেলেরা ট্রলার নিয়ে সাগরে যাবে।