শেফাইল উদ্দিনকক্সবাজারের ঈদগাঁও উপজেলার বহু অপকর্মের হোতা ছৈয়দ আলম শিমুলকে পুলিশ গ্রেফতার করেছে।
সোমবার ( ২৪ জুলাই) গভীর রাতে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আওলীয়াবাদ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম কবিরের নির্দেশে এ এস আই আবদু রশিদের নেতৃত্বে পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত শিমুল বর্ণিত এলাকার কালা মিয়ার ছেলে। এলাকার লোকজন জানান, তার বিরুদ্ধে চাঁদাবাজি,অপহরণ,পাসপোর্ট দালালিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
৫/৯/২০২১ ইং তারিখে সে কক্সবাজার পাসপোর্ট অফিসে দালালি করতে গিয়ে র্যাবের হাতে গ্রেফতার হয়েছিল।
জানা যায় সে বিভিন্ন সময় বিভিন্ন মামলায় গ্রেফতার হলে ও থেমে নেই তার অপকর্ম। কখনো পুলিশ কর্মকর্তার নাম ভাঙিয়ে, আবার কখনো ম্যজিষ্টেটের ড্রাইভার পরিচয়ে থেমে নেই তার অপকর্ম।
এ ব্যাপারে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম কাদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ছৈয়দ আলম শিমুল চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি এবং তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে’।
আরো খবর
ঢাবিতে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স ডিভাইস উদ্বোধন
কক্সবাজারের আরো খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।