আব্দুস সালাম,টেকনাফ:
টেকনাফের আলীর ডেইল এলাকা থেকে মাদক ও অস্ত্র মামলার আসামি মোস্তফা কামাল (৩১)কে গ্রেফতার করেছে র্যাব।
সে সাবরাংয়ের ২নং ওয়ার্ড আলীর ডেইল এলাকার হাকিম আলীর ছেলে।
কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার (২৪ জুলাই) সন্ধ্যায় র্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি এর একটি চৌকস আভিযানিক দল টেকনাফ মডেল থানাধীন আলীর ডেইল এলাকায় মাদক ও অস্ত্র মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে র্যাবের আভিযানিক দল বর্ণিত এলাকা থেকে মাদক ও অস্ত্র মামলার গ্রেফতারী ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী বর্ণিত মাদক ও অস্ত্র মামলার সাথে জড়িত এবং গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল বলে মর্মে জানা যায়। উল্লেখ্য, ধৃত আসামীর বিরুদ্ধে টেকনাফ মডেল থানার মামলা নং-১০, তারিখ-৩ জুলাই ২০২০ খ্রিঃ, জিআর নং-৫৪৭/২০, ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১০(গ)/৪১ এবং মামলা নং-০৯ (০৭)২০, জিআর নং-৫৪৬/২০, ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯ (এ)/১৯ (এফ) ধারায় মোতাবেক মামলা রয়েছে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পূর্বের মামলার গ্রেফতারী পরোয়ানা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আরো খবর
শিক্ষকের যোগ্যতা অযোগ্যতার বাচবিচার
দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ
উখিয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পালং আদর্শ উচ্চ বিদ্যালয়
কক্সবাজারের আরো খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।