মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আগামী ২৯ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ৩ দিনের সফরে কক্সবাজার ও বান্দরবান আসছেন।
গত ২৪ জুলাই রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মোঃ নবীউল ইসলাম প্রেরিত প্রাথমিক সফরসূচিতে এ তথ্য জানা গেছে। সফরসূচিতে কক্সবাজারে রাষ্ট্রপতির গমনাগমন, প্রশাসনিক, আবাসন ব্যবস্থা, প্রয়োজনীয় যানবাহন সহ অন্যান্য প্রস্তুতি নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। বিস্তারিত সফরসূচি ও অনুমোদিত সফরসঙ্গীদের তালিকা শীঘ্রই প্রেরণ করা হবে বলে প্রাথমিক সফরসূচিতে উল্লেখ করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।