মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আগামী ২৯ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ৩ দিনের সফরে কক্সবাজার ও বান্দরবান আসছেন।
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ২৯ জুলাই শনিবার দুপুর ১২ টা ৩৫ মিনিটে হেলিকপ্টার যোগে বান্দরবানের নীলগিরি পৌঁছাবেন। নীলগিরিতে তিনি প্রাকৃতিক সৌন্দর্য ও সূর্যাস্থ অবলোকন করবেন। একইদিন সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন এবং রাত ৮ টা ১৫ মিনিটে সেখানে ফানুস উড়াবেন।
পরদিন রোববার ৩০ জুলাই সকাল ১০ টা ১০ মিনিটে বান্দরবানের নীলগিরিতে তিনি বৃক্ষরোপণ করবেন এবং নীলগিরি হ্যালিপ্যাড থেকে হেলিকপ্টার যোগে রওয়ানা দিয়ে ১০ টা ৪০ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন। একইদিন বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন কক্সবাজার লাবনী পয়েন্টে সমুদ্র সৈকত দর্শন করবেন। রাত ৮ টায় তিনি জলতরঙ্গ রিসোর্টে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন।
পরদিন সোমবার ৩১ জুলাই সকাল ১০ টায় তিনি কক্সবাজার মেরিন ড্রাইভ হয়ে দরিয়ানগর সমুদ্র সৈকত দর্শন করবেন। একইদিন বিকেল ৫ টায় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ৩ দিনের বান্দরবান ও কক্সবাজার সফর শেষে হেলিকপ্টার যোগে কক্সবাজার বিমানবন্দর হয়ে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন বলে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মোঃ নবীউল ইসলাম প্রেরিত সফরসূচিতে জানা গেছে। প্রায় ৩০ জন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এর সফরসঙ্গী হবেন বলে সফরসূচিতে উল্লেখ করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।