চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৪০৫ কোটি ৩৫ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রাপ্তি ৩৯৮ কোটি ৪৩ লাখ টাকা।
ঘাটতি বাজেট ৬ কোটি ৯২ লাখ টাকা। মোট বাজেটের ৭৭ দশমিক ৩৬ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে বেতন-ভাতা ও পেনশন খাতে।
রোববার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে চবির ৩৫তম বার্ষিক সিনেট সভায় এ বাজেট ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নুর আহমদ।
সিনেট সভায় সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
২০২৩-২৪ অর্থবছরের বাজেটে এবারও সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতায়। এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ২৫১ কোটি ২৫ লাখ টাকা।
এছাড়া পেনশন ও অবসর সুবিধা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৬২ কোটি ৩৬ লাখ টাকা। যা মোট বাজেটের ৭৭ দশমিক ৩৬ শতাংশ। এবার বাজেটে গবেষণায় বরাদ্দ রাখা হয়েছে ৮ কোটি ৫৫ লাখ টাকা, যা মোট বাজেটের ২ দশমিক ১১ শতাংশ। গত অর্থবছরে ছিলো ৬ কোটি ৯০ লাখ টাকা।
সিনেটে সভায় চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, শিক্ষা-গবেষণা খাতকে গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণা, প্রশাসনিক ও ভৌত অবকাঠামো উন্নয়নে বর্তমান প্রশাসন সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিরলসভাবে কাজ করছে। এ ধারা অব্যাহত রাখতে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের সহযোগিতা চান।