কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক মোরশেদ আলমের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী দশম শ্রেণির এক শিক্ষার্থীর পিতা মোঃ ইয়াছিন মঙ্গলবার (১ আগস্ট) মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার এবং সংসদ সদস্যের কাছে লিখিত অভিযোগ করেন।

জানা যায়, নিয়ম অনুযায়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ করার নির্দেশনা থাকলেও নিয়মের বাহিরে স্বজনপ্রীতি ও ব্যক্তিগত আক্রোশের কারণে নির্দিষ্ট শিক্ষার্থীদেরকে ট্যাব না দিয়ে মেধাবিহীন ও নিজ মেয়েকে ট্যাব দেওয়ার অভিযোগ এ শিক্ষক বিরুদ্ধে। ট্যাব বিতরণের আগে বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকের কাছে নবম ও দশম শ্রেণির মেধা তালিকার প্রথম তিনজন (রোল ১, ২, ৩) করে শিক্ষার্থীর তালিকা চাওয়া হয়। অন্যান্য বিদ্যালয়ের মতো উপজেলার কুতুবদিয়া ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ১৮ জন তালিকা দেওয়া হয়। কিন্তু সেই তালিকায় দশম শ্রেণির ১,২,৩ রোলের মিজান,রাকিব, জিহাদ, সাবরিহা আফসিন,সানজিদা, তোহার তালিকায় নাম থাকার পরও তাদের পরিবর্তে ট্যাব দেওয়া হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মেয়ে ও স্কুল কমিটির সদস্য মেয়েকে এমন অভিযোগ ট্যাব না পাওয়া শিক্ষার্থীদের।

অভিযোগকারী মোঃ ইয়াছিন বলেন, বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী উদ্যােগে মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে ট্যাব মোবাইল বিতরণ করলেও প্রধান শিক্ষক মোরশেদ আলম যোগ্যতা সম্পন্নদেরকে সম্পূর্ণবাদ দিয়ে স্বজনপ্রীতি ও দুর্নীতির মাধ্যমে মেধাবিহীন শিক্ষার্থীদের ট্যাব বিতরণ করেছে। সেখানে আমার মেয়ের দশম শ্রেণির রোল নং ২ ট্যাব পাওয়ার যোগ্য। আমার মেয়েকে এটি না দিয়ে তাকে অসম্মানিত করা হয়েছে। তদন্তপূর্বক প্রকৃত মেধাবী শিক্ষার্থীদের ট্যাব দেওয়ার দাবি জানান তিনি ।

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আবদু রহিম জানান, সম্প্রতি জনশুমারী ও গৃহগণনা প্রকল্প থেকে প্রাপ্ত প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ কুতুবদিয়া ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ২৩৯টি মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাবলেট (ট্যাব) বিতরণ করা হয়। অনিয়মের বিষয়টি নিয়ে জানতে চাইলে প্রধান শিক্ষককে ডেকেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলে জানান তিনি।

অভিযুক্ত কুতুবদিয়া ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক মোরশেদ আলম বলেন, এক, দুই ও তিন রোলধারীরা অনুপস্থিত থাকায় যারা উপস্থিত ছিলেন তাদের মধ্য থেকে মেধাবী যারা তাদের ট্যাব বিতরণ করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিম শরিফ জানান, অনিয়মের অভিযোগ পেয়েছি, তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা জানান, এ বিষয়টি খবর পেয়ে প্রধান শিক্ষককে ডাকা হয়েছে।